অতিরিক্ত মদ্যপানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু
ডেস্ক নিউজ
Link Copied!
অতিরিক্ত মদ্যপান করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম, মাসরুর মুহিত।
মৃত মুহিত সিরাজগঞ্জের মুকন্দগাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এছাড়াও সে রুয়েটের ১৭ সিরিজ এমই ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, রাজশাহীর তালাইমারীর বিএসবি ছাত্রাবাসে ওই শিক্ষার্থী মদ্যপান করছিলো। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রাত ১ টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মতিহার থানার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, রুয়েটের ওই শিক্ষার্থীর মদ্যপানে মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। মৃত্যুর বিষয়ে মতিহার থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।