কর্মকর্তাদের মূল্যায়ন হবে দক্ষতা-যোগ্যতার ভিত্তিতে: ফায়ার ডিজি « বিডিনিউজ৯৯৯ডটকম

কর্মকর্তাদের মূল্যায়ন হবে দক্ষতা-যোগ্যতার ভিত্তিতে: ফায়ার ডিজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২২ | ৪:৪৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২২ | ৪:৪৮
Link Copied!

পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার (২৬ মে) প্রথম কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ফায়ার সার্ভিস অধিদফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত ফায়ার ডিজি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, একটি বিষয়ে আমি সবাইকে পরিষ্কার করতে চাই, তা হলো এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে। তিনি সবাইকে অপারেশনাল কাজের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী ও জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য নির্দেশনা দেন। তিনি তার দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।

বিষয়ঃ

সর্বশেষ: