দুমকিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন « বিডিনিউজ৯৯৯ডটকম

দুমকিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২২ | ৬:৪০
মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২২ | ৬:৪০
Link Copied!
দুমকিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন -- বিডিনিউজ৯৯৯ডটকম

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় সরকারি জনতা কলেজ মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মিজানুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল ইমরানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সদস্য জেলা পরিষদ পটুয়াখালী, মো: জাকারিয়া কাওছার (বাবু গাজী), শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার , উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শ্রীরামপুর ইউনিয়ন ও পাংগাশিয়া ইউনিয়ন অংশগ্রহন করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: