বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ « বিডিনিউজ৯৯৯ডটকম

বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ৫:০৫
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ৫:০৫
Link Copied!
বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ -- বিডিনিউজ৯৯৯ডটকম

জেলার বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাড়ে ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে ১৭৫ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও সনদপত্র প্রদান করা হয়। আরো ১৪৫ জন মৃত মুক্তিযোদ্ধার উত্তরসূরীদের নিকট মৃত্যুর সনদ প্রদান করা হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, আব্দুল হামিদ আকন্দ প্রমুখ।
১২ই নভেম্বর ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলন। আর এই সম্মেলনকে ঘিরে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সভাপতি ও সাধারন -সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর ২০২২ রোজ শনিবার বেলা ১২.০০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র- শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র কক্ষে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আহসান হাবিব বাপ্পী, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি সহ পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ: