উজিরপুরে প্রতারনার শিকার হয়ে সৌদি আরবে নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই যুবক « বিডিনিউজ৯৯৯ডটকম

উজিরপুরে প্রতারনার শিকার হয়ে সৌদি আরবে নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৬:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৬:৩৫
Link Copied!
উজিরপুরে প্রতারনার শিকার হয়ে সৌদি আরবে নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই যুবক -- বিডিনিউজ৯৯৯ডটকম

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে প্রতারনার শিকার হয়ে দুই যুবক সৌদি আরবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়াকোঠা গ্ৰামের সৌদি আরবে চাকরি দেয়ার নামে প্রতারনা করে সাড়ে ৭লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রচারক চক্ররা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা গ্ৰামের মকবুল ফকির ওই গ্ৰামের শাহেব আলি বেপারীর ছেলে বিল্লাল হোসেন বেপারী ও ভাইয়ের ছেলে আসাদুলকে সৌদি আরবে সচ্ছ ভাবে চাকরি দেয়ার নামে প্রতারনা করে সাড়ে ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু তারা সৌদি আরবে গমনের পরে জানতে পারে ভিসার কাগজপত্রে নানাবিধ সমস্যা রয়েছে। এছাড়াও বিদেশে বর্তমানে তারা দুজনে খেয়ে না খেয়ে অর্থসংকট ও মানবেতর জীবনযাপন করছেন। এরমধ্যে মকবুল হোসেন কাগজপত্র গুছিয়ে দেয়ার নামে আরো টাকা দাবী করে। এরই প্রেক্ষিতে শাহেব আলি বেপারী গত
২৪ অক্টোবর বিকেল ৪ টায় মকবুল ফকিরের স্ত্রী নাসিমা বেগমের কাছে বিষয়টি জানাতে গেলে তাকে নাসিমা বেগম ও তার ছেলে হানিফ ফকির মিলে মারধর করার জন্য তেড়ে আসে এবং শাহেব আলী টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। ভুক্তভোগী শাহেব আলি বেপারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত নাসিমা বেগম ও তার ছেলে হানিফ বেপারী এবং স্বামী মকবুল বেপারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ভুক্তভোগী শাহেব আলী জানান থানায় অভিযোগ দেয়ার পরেও কোন বিচার পাচ্ছিনা। অভিযুক্তদের পাওয়া যায়নি। এদিকে ভুক্তভোগী পরিবার টাকা ফেরত ও বিদেশ থেকে তাদের দুজনকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং প্রতারক চক্রদের গ্ৰেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

বিষয়ঃ: