রাজশাহীতে বিভিন্ন অপরাধে আটক ৫১ ও মাদকদ্রব্য উদ্ধার « বিডিনিউজ৯৯৯ডটকম

রাজশাহীতে বিভিন্ন অপরাধে আটক ৫১ ও মাদকদ্রব্য উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১১:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১১:০০
Link Copied!
রাজশাহীতে বিভিন্ন অপরাধে আটক ৫১ ও মাদকদ্রব্য উদ্ধার -- বিডিনিউজ৯৯৯ডটকম

গত ১ দিনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৫১ জনকে করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৭ জন, চন্দ্রিমা থানা ৮ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৬ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ৭ জন, কর্ণহার থানা ৪ জন ও দামকুড়া থানা ২ জনকে আটক করে।

যার মধ্যে ৩৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৫.৬০ গ্রাম হেরোইন, ২২ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল টট্যাবলেট এবং ৩৮৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ: