কুড়িগ্রামে নির্মাণ শ্রমিকনেতা আর নেই
লাখো শ্রমিককে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কুড়িগ্রাম জেলার নির্মাণ শ্রমিক সংগঠনের অন্যতম নেতা আব্দুর রহিম। মঙ্গলবার সকাল ৬ ঘটিকায় হৃদ রোগে আক্রান্ত হয়ে নির্মাণ শ্রমিক নেতা আব্দুর রহিম জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহী রাজিউন।
বেশকিছুদিন ধরে তিনি ডায়াবেটিক রোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এ কারণে তেমন একটা বাড়ীর বাইরে বের হতেন না। কুড়িগ্রাম জেলা শহরে পাওয়ার হাউস পাড়া এলাকায় তিনি বসবাস করতেন। মাঝে মাধ্যে অসুস্থ্য শরীর নিয়েও দলীয় এবং সাংগঠনিক বিভিন্ন সভা সমাবেশে অংশ নিতেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালীন সময়ে তা বয়স ছিল ৫৮ বছর। মঙ্গলবার মরহুমের নামাজে জানাযা বাদ আছর পাওয়ার হাউসপাড়া জামে মস্জিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে আব্দুর রহিম এর মরদেহ দাফন করা হয়। নির্মাণ শ্রমিক নেতা আব্দুর রহিম ছিলেন কুড়িগ্রাম জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক পদে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দায়িত্বে ছিলেন। মরহুমের নামাজে জানাযায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
নির্মাণ শ্রমিক নেতা আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু, কুড়িগ্রাম জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান বকসী, কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব এ্যাড. রুহুল আমিন দুলাল, যুগ্ম আহবায়ক ও কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাছেন আলী, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাছেল, কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাঙ্ক লড়ী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আয়নাল হক, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ নির্মাণ ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, কুড়িগ্রাম জার্নালিস্ট ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুকু এবং তার প্রিয় শ্রমিক সংগঠন কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, কার্যকরী সভাপতি বাবর আলী, সহ-সভাপতি নুর আলম, হযরত আলী, সহ-সাধারণ সম্পাদক এরশাদুল হক, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, সাইট পরিদর্শন সম্পাদক আব্দুল জলিল, মজনু, প্রচার সম্পাদক আমজাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ইয়াছিন আলী, সদস্য হাবিবর রহমান, রফিকুল ইসলাম, রুবেল হোসেন, রফিকুল ইসলাম রং, আমিনুল ইসলাম সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।