রাজধানীর পল্লবীতে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার! « বিডিনিউজ৯৯৯ডটকম

রাজধানীর পল্লবীতে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার!

মোঃ হাসানুজ্জামান বিশেষ প্রতিনিধি।
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৩ | ৭:২৬
মোঃ হাসানুজ্জামান বিশেষ প্রতিনিধি।
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৩ | ৭:২৬
Link Copied!
রাজধানীর পল্লবীতে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার! -- বিডিনিউজ৯৯৯ডটকম

মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকার ১৬১ নং বাড়ি থেকে এক সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২১ জানুয়ারি, শনিবার। নিহত ব্যক্তির নাম বিপ্লব জামান।

তিনি ইংরেজি দৈনিক The Financial Express এর নিউজরুম কনসালটেন্ট ছিলেন। বিবাহ বিচ্ছেদের পর থেকেই বিপ্লব জামান তার সহকর্মী রফিকুল ইসলামের সাংবাদিক কলোনির উক্ত বাড়িটির ৫ম তলায় থাকতেন। ৭ দিন যাবত অফিসে না যাওয়ায় তার অফিসের মানবসম্পদ বিভাগ থেকে ফোন করা হয়। এরপর সবাই যোগাযোগের চেষ্টা করলে দরজা বন্ধ পায়। পরবর্তীতে বাসার ছাদ ও পাশের বিল্ডিং থেকে দেখে যে বারান্দায় কেউ পরে আছে।

তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে। বিপ্লব জামানের মেয়ে ওশিনের দাবি তার বাবাকে খুন করা হয়েছে। তাছাড়া প্রতিবেশীরাও এমনই দাবি করছে।

বিজ্ঞাপন

ওশিন সকল গনমাধ্যমকর্মীকে জানান, তার বাবার স্বাভাবিক মৃত্যু হলে গলায় কোন দাগ থাকতো না। গলায় কাটার মতো দাগ ছিলো, সেই সাথে শরীরে রক্তও লেগে ছিলো। পুলিশ বিপ্লব জামানের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠায়। সেই সাথে বিষয়টি তদন্ত করার আশ্বাস দেয়।

বিষয়ঃ: