২০২৩ সেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করলো সোয়াদ
রোববার সকাল ১১টায় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা এর অফিস কক্ষে বৃত্তি পরীক্ষার ফলাফল অ্যাসোসিয়েশনের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামানের নিকট হস্তান্তর করেন অত্র অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এইচএম সালাউদ্দিন মাহমুদ পরবর্তীতে পরিচালক ফলাফল পাঠের মাধ্যমে প্রকাশ করেন। এ সময় অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও অঞ্চল পরিচালকরা উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রকাশ অনুষ্ঠানে সদস্য সচিব এইচএম সালাউদ্দিন মাহমুদ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে বলেন, তোমরা যারা ২০২৩ সেশনের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বৃত্তি পেয়েছো, তোমাদেরকে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
তোমরা যারা বৃত্তি পাওনি তাদের জন্য অগ্রিম শুভকামনা, যাতে তোমরা আগামীতে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারো। সেই সাথে তিনি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলী, অভিভাবক, অ্যাসোসিশনের নির্বাহী সদস্য, অঞ্চল পরিচালক ও সহকারী অঞ্চল পরিচালক, জোন পরিচালকরাসহ সকল কর্মকর্তা কর্মচারীকে সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিনি আরো বলেন আমাদের এ বছরে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মোট এক হাজার নয়শত পঁচিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবার স্কুল ও মাদরাসা মিলিয়ে মোট ১১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। তার মধ্য হতে স্কুল শিক্ষার্থী বৃত্তি পেয়েছে ৭৫ জন এবং মাদরাসা শিক্ষার্থী বৃত্তি পেয়েছে ৪০ জন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ভিতর ৫৩ জন ছাত্র ও ৬২ জন ছাত্রী।
অ্যাসোসিয়েশনের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিক্ষার বিস্তার, মেধা-বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে আত্ম-যাচাই ও আর্থিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করার লক্ষ্যে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা (সোয়াদ) এর যাত্রা। দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা বৃত্তি প্রকল্প ছাড়াও আরো অনেক ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, এসএসসি ও এইচএসসি লেভেলে জিপিএ-৫ সংবর্ধনা, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, ক্রীড়া, সাহিত্য সংস্কৃতি, বৃক্ষরোপণ, ফ্রি ব্লাড গ্রুপিং, কর্মসংস্থান, মানব উন্নয়ন প্রকল্পের মতো অনেক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে তার ২৯ তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৯৪ সালে শুধুমাত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। সময়ের পরিক্রমায় বর্তমান দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা নামক বেসরকারি সংগঠনটি প্রতি বছর তৃতীয় থেকে নবম শ্রেণির স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
বর্তমান রাজধানীর প্রায় সকল স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। দি স্টুডেন্টস ওয়েলফেয়ার শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়া উঠার ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বৃত্তি প্রকল্পের মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকে। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
তিনি আরো বলেন, আমরা এক মাসেরও কম সময়ের মধ্যে দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা পরীক্ষার খাতা মূল্যায়ন করে ফল প্রকাশ করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীদের নিয়ে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ও শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও সনদ প্রদান করার জন্য এ মাসেরই ২৪ তারিখ সম্ভাব্য তারিখ নির্ধারন করেছি। আশাকরি, সেই অনুষ্ঠানটিও আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পূর্ণ করতে পারবো।