সারাদেশে ৪৮ ঘন্টা হরতালেও দুমকিতে যানবাহন চলাচল করছে « বিডিনিউজ৯৯৯ডটকম

সারাদেশে ৪৮ ঘন্টা হরতালেও দুমকিতে যানবাহন চলাচল করছে

মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৩ | ৪:৪৪
মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৩ | ৪:৪৪
Link Copied!
দুমকিতে হরতালের চিত্র -- বিডিনিউজ৯৯৯ডটকম

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির দ্বিতীয় দিনে দুমকিতে স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম হলেও মাঠে নেই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

পটুয়াখালী তথা দুমকির প্রবেশদ্বার লেবুখালির পায়রা সেতুর টোল প্লাজা ছাড়াও চরগরবদি ফেরিঘাট, বোর্ড অফিস বাজার, তালতলি বাজার, রাজাখালী ,নতুন বাজার, সাতানী বাজার, লেবুখালী পাগলার মোড় এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে- ঢাকার পরিবহন চলাচল কিছুটা কম হলেও বরিশাল- কুয়াকাটা, বরিশাল- বাউফল রুটে যান চলাচল ছিল আগের মতোই।

বগা ফেরিঘাট দিয়ে ঢাকা- বাউফল, ঢাকা- দশমিনায় চলাচলকরী চেয়ারম্যান, তেতুলিয়া, মুন, ডলফিন ও বেপারী পরিবহনের গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

পায়রা সেতুর টোল প্লাজার সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, ঢাকার পরিবহন চলাচল কিছুটা কম হলেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল ছিল স্বাভাবিক।

দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো.খলিলুর রহমান বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে হরতাল পালন করছি। মাঠে কোন নেতা কর্মীদের দেখা না পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাঠে আছি। আন্দোলনতো একদিনে শেষ হয়ে যায়নি?

বিজ্ঞাপন

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো জানিয়েছেন, পুলিশি হয়রানি থেকে রেহাই পেতে নেতা কর্মীরা প্রকাশ্যে চলাচল করতে না পারলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিষয়ঃ: