রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ডেনমার্কের রাষ্ট্রদূত « বিডিনিউজ৯৯৯ডটকম

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ডেনমার্কের রাষ্ট্রদূত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৩ | ১:১২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৩ | ১:১২
Link Copied!

রিপোর্ট: মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার (Christian Brix Moller)।

বুধবার (ডিসেম্বর ০৬) সকালে বঙ্গভবনে তিনি পরিচয়পত্র পেশ করেন বলে বঙ্গভবন প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান।রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী ইউরোপীয় দেশগুলোর একটি ডেনমার্ক।

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, দুদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার।

তিনি বলেন, ডেনমার্ক বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম অংশীদার এবং বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ও উপকূলীয় এলাকার উন্নয়নে ডেনমার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে বিনিয়োগ উপযোগী পরিবেশের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের স্পেশাল ইকোনমিক জোনসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে ডেনিশ বিনিয়োগকারীরা আসতে পারেন।

ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

বিষয়ঃ: