বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে পানি বিতরণ
সারাদেশে চলমান তীব্র তাপদাহ ও গরমে পিপাসার্ত মানুষের মধ্যে স্বস্তি দিতে সুপেয় পানি বিতরণ করা হয়েছে। বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এই পানি বিতরণ করা হয়।
বুধবার (০১ মে) সকালে বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশন এর শেরনগর কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড় প্রায় ২ ঘন্টাব্যাপী উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা স্কুল ছাত্র, পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া ১ হাজার দুইশত মানুষের মাঝে এ সুপেয় পানি বিতরণ করা হয়।
এসময় ভ্যানচালক আব্দুল মান্নান বলেন, তীব্র গরমে এমন উদ্যোগ খুবই ভালো। বর্তমান সময়ে এমন চিত্র সচরাচর দেখা যায় না। আমরা চাই সমাজের বিত্তবান মানুষেরাও এদের মত এগিয়ে আসুক। আইয়ুব আলী বলেন, বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশন এর মতো এমন উদ্যোগ নিয়ে যদি সমাজের সবাই এগিয়ে আসে তাহলে অনেক মানুষ উপকৃত হবে। গরমে একটু স্বস্তি পাবে।
এ বিষয়ে বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব এম এ বাকী বলেন, আমরা এই তীব্র গরমে মানুষের মাঝে সুপেয় পানি বিতরন করছি । সাধারন মানুষকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই উদ্যোগ।
বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক বৈদ্য নাথ রায় বলেন, আমরা চাই সবাই যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করলে মানুষ উপকার পাবে। আগামী দিনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সুপেয় পানি বিতরনে উপস্থিত ছিলেন, বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি আব্দুল মজিদ খাঁন, সহ-সাধারন সম্পাদক হাজী মেজবা সরকার, প্রচার সম্পাদক রজব আলী প্রমূখ।