স্ট্রোক করে হাসপাতালে নাফিস ইকবাল « বিডিনিউজ৯৯৯ডটকম

স্ট্রোক করে হাসপাতালে নাফিস ইকবাল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ৭:০৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ৭:০৪
Link Copied!
নাফিস ইকবাল -- বিডিনিউজ৯৯৯ডটকম

মাইনর স্ট্রোক করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। স্ট্রোকের পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন নাফিস। তবে আজ তার অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রামের এক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় আনা হয়েছে।

নাফিসকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হবে। তার অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করেন নাফিস ইকবাল।

খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের হয়ে ১১ টেস্ট ও ১৬টি ওয়ানডেতে মাঠে নেমেছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২০টি, লিস্ট ‘এ’ ক্রিকেটেও ১১২ ম্যাচ খেলা হয়েছে তার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

সর্বশেষ: