আরটিভিতে মোশাররফ করিমের নতুন ধারাবাহিক « বিডিনিউজ৯৯৯ডটকম

আরটিভিতে মোশাররফ করিমের নতুন ধারাবাহিক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ১০:৪১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ১০:৪১
Link Copied!
ছবি সংগৃহীত -- বিডিনিউজ৯৯৯ডটকম

একসময় অনেক কিছুর মালিক ছিল মকলেস। তার ছিল পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, খামার ভরা মুরগি ও পকেট ভরা টাকা। একটা প্রেমিকাও ছিল তার। আরও ছিল এনজিও থেকে নেওয়া মোটা অংকের লোন।

কিন্তু গত বছর ভাইরাসের আক্রমণে সব মুরগি মারা যাওয়ার কারণে এখন খামার নেই, টাকাও নেই। সঙ্গে প্রেমিকার অবস্থাও যায় যায়। শুধু বীর বিক্রমে টিকে আছে লোনটা। প্রতি সপ্তাহে সেই লোনের কিস্তি বাবদ দিতে হয় তিন হাজার টাকা।

ইনকাম বলতে গত ছয় মাস আগে শুরু করা হোম ডেলিভারির বিজনেস। আলু, পেঁয়াজ, পটল থেকে শুরু করে প্রেম-ভালোবাসা সবই সে ডেলিভারি দেয় সাইকেলে করে।

বিজ্ঞাপন

এমনই গল্পে নির্মিত হয়েছে আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’। এতে কেন্দ্রীয় চরিত্র মকলেসের ভূমিকায় রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, আ খ ম হাসান, আরফান আহমেদ, সালহা খানম নাদিয়া, দীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুঁই প্রমুখ অভিনয় করেছেন।

সাগর জাহানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রতন হাসান ও এ আর আকাশ।

৫ জুলাই থেকে প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯ টা ২০ মিনিটে এটি আরটিভির পর্দায় প্রচারিত হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

সর্বশেষ: