কানেকটিভিটির মর্ম বিএনপি বোঝে না: পররাষ্ট্রমন্ত্রী « বিডিনিউজ৯৯৯ডটকম

কানেকটিভিটির মর্ম বিএনপি বোঝে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ১০:৪৭
Link Copied!

বিএনপি কানেকটিভিটির (সংযোগ) মর্ম বোঝে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়েছে।

এসময় মন্ত্রী বলেন, ‘যেই বিএনপির নেত্রী বলেছিলেন সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, সেই বিএনপির কানেকটিভিটির মর্ম বোঝার কথা নয়।’

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে কানেকটিভিটি ও সমঝোতা স্মারক সই নিয়ে বিএনপির সমালোচনাকে অবান্তর উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপে কোনো সীমান্ত চৌকি নেই। সেখানে কি দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? ভারতের ওপর দিয়ে আমরা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করছি।

‘এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? আমরা কানেকটিভিটি বাড়ানোর জন্য ভারতের সঙ্গে বিভিন্ন সমঝোতা করেছি। নেপালের সঙ্গেও কানেকটিভিটি হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও অর্থাৎ আমরা রিজিওনাল কানেকটিভিটি বাড়ানোর মাধ্যমে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করছি। এই কানেকটিভিটির মর্ম বিএনপি বোঝে না, বোঝার কথাও নয়।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

সর্বশেষ: