বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা কর্মকর্তার মতবিনিময় সভা
বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্হিতি খারাপ হওয়ায় বেলকুচি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজনৈতিক নেতা,বেলকুচি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন বেলকুচি উপজেলার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ক্যাপটেন সুদীপ্ত দাস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে বক্তব্যে রাখেন বেলকুচি আইন শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা ক্যাপ্টেন সুদীপ্ত দাস এ সময় তিনি, সাধারণ নাগরিকদের জানমাল ও দেশের সম্পদ লুটপাট রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনিকে সহযোগিতা করার জন্য বেলকুচি উপজেলার বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশর নেতা কর্মীদের আহব্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক আব্দুল মান্নান সরকার, সদস্য সচিব বনি আমিন,উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির আহব্বায়ক৷ হাজী আলতাফ হোসেন প্রামানিক।
বেলকুচি উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি মৌ:আবুল হাসেম সরকার, বেলকুচি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক মুসা হাসেমি।
এ সময় উপস্থিত ছিলেন,বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান,উপজেলা ,বেলকুচি উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল ইসলাম গোলাম,বিএনপি নেতা বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম জামাতনেতা মাহবুবর রশীদ শামীমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ।