বৈদ্যুতিক তারের শট খেয়ে এক যুবকের মৃত্যু
রাজধানীর রমনার সিদ্ধেশ্বরীতে নির্মাণাধীন আট তলা ভবনের নিচতলায় বিদ্যুতায়িত হয়ে আঃ করিম(২৭)রড মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার ১৪ আগঃ বিকেল ৫:১৫ মিনিট এর দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আঃকরিম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ রানী গাঁও গ্রামের ইনতাজ আলীর ছেলে। বর্তমানে ওই নির্মানাধীন ভবনেই থাকতো।
নিহতের বাবা ইনতাজ আলী জানাই যে,
আমি এবং আমার ছেলে ঘটনাস্থলের নির্মাণাধীন ৮ তলা ভবনের নিচতলায় রডের কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের নিচতলা দিয়ে বিদ্যুতের লাইনের সাথে রডের স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয় আমার ছেলে।পরে আমরা সবাই মিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন,
মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।