সৌদি আরবে নজিরবিহীন ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদির আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি মক্কা-মদিনাসহ পশ্চিম ও পূর্বাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে।
এ ছাড়া রিয়াদসহ সৌদির মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির ও জাজানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এসব অঞ্চলের বাসিন্দাদের বন্যার ঝুঁকি এড়াতে সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদির সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ করে সর্তকর্তা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে এবং অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, মক্কা-মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাড়ি ভেসে যাচ্ছে ও ভবন ডুবে যাচ্ছে। এ ছাড়া উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে।