প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেছেন, সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করবেন, জনগণ তা মানবে না।
এর মধ্যে রমজান আসন্ন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বাজার দর নির্ধারণ করতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশ আমাদের কাবু করতে পারবে না। এই মুহূর্তে দেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি-জামায়াতকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মত-পার্থক্য থাকবে এবং থাকতে পারে। তা যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা ভারতসহ সব দেশের সঙ্গে সু-সম্পর্ক রাখতে চাই। তবে ভারত প্রভুর আচরণ করলে, তা মেনে নেওয়া হবে না।
জামায়াতের এই নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ০৫ আগস্ট ঘটেছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তন আমরা চাই না। উপদেষ্টা সদস্যদের মধ্যে ভূত রয়েছে, এ ভূত তাড়ান। তা না হলে জনগণ তাড়াবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ও মো. জাহাঙ্গীর আলম প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মো. হারুনুর রশিদ ওসমানী।
আরও বক্তব্য রাখেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু নছর আশ্রাফী, জেলা তালীমুল কুরআন বিভাগের হাফেজ মাওলানা মীর হোসাইন, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. ইব্রাহীম খলিল ও সদর উপজেলা সভাপতি মো. মহরম আলী।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কলিম উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসানাত পাটওয়ারী।