বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘঠিত গণহত্যা সম্পর্কিত ডাটা, বিবরণ, তথ্যসহ এ সংক্রান্ত নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি-এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে জুলাই গণহত্যার সমন্বিত তদন্তের স্বার্থে তদন্ত সংস্থাকে সহযোগিতা করতে মোবাইল অপারেটরস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরকে নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।