ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জুলাই-আগস্ট ভিত্তিক সংগঠন ইনকিলাব মঞ্চের উদ্যোগে শতকণ্ঠে রাসুল সাল্লাল্লাহু সাল্লামের আগমনী দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘মাওলিদ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাবির টিএসসি হতে মিছিল শুরু হয়ে কলা ভবনের গেট দিয়ে ঢুকে হল পাড়া, অন্যান্য হল ও ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে এসে আবার রাজু ভাস্কর্যে শেষ হয়।
ইনকিলাব মঞ্চের সদস্য মাসউদুর রহমান ঢাকা মেইলকে বলেন, ইনকিলাব মঞ্চের এটি একটি ভিন্নধর্মী আয়োজন। পূর্ববর্তী সরকারের আমলে আমরা এসব আয়োজন করতে পারতাম না। ক্ষমতাসীন ছাত্র সংগঠন আমাদেরকে নানাভাবে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দমিয়ে রাখত। যার ফলে আমরা এবার স্বতঃস্ফূর্তভাবে এটি আয়োজন করতে পেরে ব্যাপক আনন্দিত।
উল্লেখ্য, এর আগে ইনকিলাব মঞ্চ তাদের দ্রোহের গান, গণসিজদা, প্রতীকী বাঁধ ভাঙ্গা, ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চসহ নানা কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেয়।
প্রতিনিধি/এমএইচটি