
আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ কার্যক্রম ও দ্রুত বিচারের দাবিতে পল্লবী থানা ছাত্রদলের তরুণ ছাত্রনেতা মাহফুজ আল রাফির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মিরপুরে এই বিক্ষোভ মিছিল হয়।
রাজধানীর পল্লবী তথা বৃহত্তর মিরপুরে রাফি একটি জনপ্রিয় মুখ। তাই তার বিক্ষোভ মিছিলে ছিল শত শত নেতাকর্মীর ঢল।
স্বচ্ছ ইমেজের তরুণ এই ছাত্রনেতা স্কুল জীবন থেকেই রাজনীতির হাতেখড়ি পান। কলেজ জীবনে রাফি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হোন। সেই সুবাদে মিরপুর, পল্লবী অঞ্চলে রাফির সুনামের কোনো কমতি নেই।
এদিন বিকেল ৩ টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১নং স্ট্যান্ড থেকে অরিজিনাল ১০ হয়ে কালশি পর্যন্ত পৌঁছায়। সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন রাফি ও তার নেতাকর্মীরা। সমাবেশে স্বল্প পরিসরে রাফি সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
শুধুমাত্র আজকের সমাবেশই নয়। লোক দেখানোর উদ্দেশ্যে মিডিয়া কভারেজ না করলেও রাফি বরাবরই দলীয় কর্মসূচিতে সক্রিয় থেকেছে। সবশেষ ছাত্রজনতার কালজয়ী আন্দোলনে রাফি শুরু থেকেই অগ্রনী ভূমিকা পালন করেন। আন্দোলনে খেয়েছেন মার, হয়েছেন গুরুতর জখম। ছাত্রলীগ, আওয়ামী লীগের হামলা, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাশ সহ্য করেও রাফি টিকে ছিলেন আন্দোলনের মাঠে। তাইতো রাফির সমর্থক, নেতাকর্মীরা বিশ্বাস করেন- রাফি একদিন যোগ্য পদ পাবেন, পল্লবী তথা বৃহত্তর মিরপুরের সম্মান রাখবেন।
শুক্রবারের এই বিক্ষোভ মিছিলে পল্লবী থানা ছাত্রদলের ছাত্রনেতা আব্দুর রহিম, রাইয়াত মামুন, মোঃ জিসান, ফাহিম মুনতাছির খান শুভ্র, মহিবুল্লাহ রিফাত, ইউসুফ আবদুল্লাহ, আদর সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।