আর্তমানবতায় নিয়োজিত সামাজিক সংগঠন “শোলাকুড়া সমাজকল্যাণ ফাউন্ডেশন” এর ১ম বর্ষপূর্তি উদযাপন করেছেন শোলাকুড়ার স্থানীয় জনগণ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সক্রিয় উপস্থিতি রীতিমতো জানান দিলো প্রতিষ্ঠানটির মহত্ত্ব ও সামাজিকতার।
মূলত শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব “শোলাকুড়া সমাজকল্যাণ ফাউন্ডেশন” এর ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন অত্র এলাকার শতাধিক সুবিধাভোগী মানুষ।
২০২৪ সালের ১লা ফেব্রুয়ারি সামাজিক দায়বদ্ধতা থেকেই যাত্রা শুরু করে “শোলাকুড়া সমাজকল্যাণ ফাউন্ডেশন”। পাবনা জেলার সুজানগর থানার শোলাকুড়া গ্রামের একঝাঁক তরুণ যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই ফাউন্ডেশনটি। শুরু থেকে পৃষ্ঠপোষকতা করছেন মো: জিয়াউর রহমান, কাজী ইমরান হোসেন মারুফ, আবু দাউদ হোসেন ফরহাদ, আহমেদ মন্ডল, রতন শেখ, রাসেল শেখ, মুন্সি আশরাফুল, শিমুল শেখ প্রমুখ।
প্রতিষ্ঠার শুরু থেকেই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রতিষ্ঠার ১ম বছর পূর্তি উপলক্ষ্যে উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা পরিচ্ছন্ন রেখে সার্বিক বিষয়ে উপস্থিত গ্রামবাসীকে অবগত করা হয় এবং ফাউন্ডেশনের জন্য ও গ্রামবাসীর জন্য দোয়া মোনাজাত করা হয়।
মোনাজাতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য, বর্তমান সকল সদস্যদের পরিবার, গ্রামের অসুস্থ্য, এলাকার সকল মরহুম-মরহুমাদের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া ফাউন্ডেশনের সকল কর্যক্রমের সাফল্য কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শোলাকুড়া জামে মসজিদের ইমাম জনাব ইসহাক সাহেব। দোয়া অনুষ্ঠানে গ্রামের মুরুব্বিদের মধ্যে আনছার মোল্লা, সিদ্দিক মোল্লা, ফারুক হোসেন সাগর, আলামিন মন্ডল, ময়নাল শেখ, আজিজুল হক মুন্সি, কাজী আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ-কথা অনেকেরই অজানা যে, সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার উদ্দেশ্যে সম্পূর্ণ বিনাস্বার্থে আড়াল থেকেই নিয়মিত সার্বিক সহায়তা করে যাচ্ছেন গ্রামের তরুণ যুবকরা। “শোলাকুড়া সমাজকল্যাণ ফাউন্ডেশন” নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান, সুবিধাবঞ্চিত মানুষের জন্য রমজানে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার বিতরণ, রাস্তাসংস্কার, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সমন্বয়ক মো: জিয়াউর রহমান জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে শোলাকুড়া গ্রামকে একটি আদর্শ ও মডেল গ্রামে রুপান্তর করতে এই অরাজনৈতিক, মানবসেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
এছাড়া নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনটির সকল পৃষ্ঠপোষক ও সদস্যবৃন্দ।