টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার দেওপাড়া ইউনিয়ন বিএনপির (আজাদ গ্রুপ) উদ্যোগে দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আজাদ গ্রুপের ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের গতিশীল করার লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভূঁইয়া সভাপতিত্ব করেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র ও ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা এবং ঘাটাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবজাল হোসেনসহ উপজেলা ও দেওপাড়া ইউনিয়ন বিএনপির (আজাদ গ্রুপ) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই