সিরাজগঞ্জে তিন স্কুল ছাত্র নদীতে গোসল করতে গিয়ে  নিখোঁজের পর একজন উদ্ধার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ । ১২:০২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামে বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে তিন স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুলছাত্ররা হলেন, ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সৈকত ও আব্দুল মমিন জানান, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জু’র নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে এসে তারা ছয়জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়, অপর তিনজন সাঁতরে উঠে আসে।

কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে নদীতে নেমে নিখোঁজদের উদ্ধারের জন্য আমরা  অভিযান শুরু করি। তবে নদীর পানির গভীরতা ২০ থেকে ২৫ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরী টিমকে খবর দেওয়া হয়েছে এবং তারা খুব শীঘ্রই এসে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

কামারখন্দ থানার ওসি মোঃ মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমের সদস্যরা রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে কামারখন্দ ফায়ার সার্ভিসের দল।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন