![](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/IMG_20250203_114538.jpg)
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া অবস্থিত পাইকপাড়া মডেল হাইস্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২ ফেব্রুয়ারী) বিকেলে উক্ত পাইকপাড়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পাইকপাড়া মডেল হাইস্কুলের জেলা বিএনপি সহ-সভাপতি ও ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি অমর কৃঞ্চ দাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম -সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল প্রমুখ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সদর থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব একাব্বর আলী, সদর থানা বিএনপি সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুর রহমান তারেক, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন সেখ সহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন পাইকপাড়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসেন রানা, মোঃ আব্দুর রশিদ, মোঃ মোশাররফ হোসেন, মোঃ শফিকুল ইসলাম (শফি), সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ পলি বেগম, শিক্ষক প্রতিনিধি শ্যামল কুমার দাস, মোঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোছাঃ হুসনেয়ারা খাতুন, সদস্য সচিব মোঃ ছাইদুল ইসলাম, স্কুলের সকল শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী,সুধীজন, এলাকার গনমান্য ব্যক্তিদের অনেক উপস্থিত ছিলেন।