![](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/received_9430819663636525.jpeg)
সিরাজগঞ্জে র্যাব-১২ এর গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ০৬ ফেব্রæয়ারি ২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ১৮.৫০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চলনবিল ৯নং ব্রিজ সংলগ্ন বন্ধন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সামনে ঢাকা হতে রাজশাহীগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও তার সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০১টি প্রাইভেট কার এবং নগদ ১,৬৮০/- টাকা জব্দ করা হয়। শুক্রবার সকালে এক প্রেস রিলিজ এর মাধ্যমে এই তথ্য জানান। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ জুয়েল বেপারী (৩২), পিতা- মোঃ সিরাজ বেপারী, সাং- চর ফ্যাশন, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার নিজস্ব প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।