![](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/received_3980376072219720.jpeg)
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদ্রাসা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ কাওসার (২৫) যুবক নিহত।
শুক্রবার(০৭ ফেব্রুঃ)রাত ৮ দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯ টার দিকে মৃত ঘোষণা করে।
নিয়তের সহকর্মী শারমিন বলেন,
কাউসার যাত্রাবাড়ীর মাতুয়াল একটি মশার কয়েলের স্ট্যান কারখানায় চাকুরী করে।কারখানা থেকে বাসায় ফেরার পথে মাতুয়াইলমাদ্রাসা বাজারে এলাকায় অজ্ঞত ২-৩ জনপ্রতিরোধ করে।পরে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।বাধা দিলে তাকে ছুড়ি দিয়ে আঘাত করে তার কাছে থেকে মোবাইল নিয়ে যায়।পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পরে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন,
নিহত কাওসারের বাসা মাতুয়াইল মৃধাবাড়ি মেট্রোপলিটন এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।