![](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/received_1346998276308220.jpeg)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে প্রফেসর সাইদুর রহমানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জেলা জামায়াতের কার্যালয়ে জেলা মজলিসে শূরার বৈঠকে দলটির কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম এ নাম ঘোষণা করেন।
প্রফেসর সাইদুর রহমান জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য ও সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারী কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
এ আসন ছাড়াও নাটোরের আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
প্রফেসর সাইদুর রহমান বলেন, আমাকে নাটোর-৩ (সিংড়া) আসনে প্রার্থীতা ঘোষণা করায় ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা প্রকাশ করছি। আমি জনগণের জন্য কাজ করতে চাই। বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। যারা এত দিন নির্যাতিত হয়েছেন, হামলা-মামলার শিকার হয়েছেন তাদের জন্য কাজ করতে চাই। সিংড়ার মানুষের উন্নয়নে নিজেকে সৌপর্দ করতে চাই। আমি নেতা হতে চাই না, মানুষের সেবক হতে চাই। আমি সেবক হয়ে সিংড়াবাসীর জন্য কাজ করতে চাই।