![](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/images-20.jpeg)
রাজধানীর বনশ্রীতে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ২০৩ দিন পরে কবর থেকে মোঃ মোসলেম উদ্দিন (৩৫) লন্ড্রি ব্যবসায়ীর মরদেহ উত্তোলন করা হয়েছে।
শনিবার(০৮ ফেব্রুঃ)মামলা তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের আদেশে দুপুরের দিকে পূর্ব রামপুরার কবরস্থান থেকে মোঃ মোসলে উদ্দিনের মরদহ উত্তোলন করে(CID)পুলিশ।
ডিএমপি পূর্ব(জোনের)CID কর্মকর্তা পরিদর্শক মোঃআমির হোসেন জবলেন,
গত(১৯ জুলাই)২০২৪ইং ২:৩০ এ রামপুরা বনশ্রীতে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই মোঃ মোসলে উদ্দিনের মৃত্যু হয়,পরে তাকে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।এই বিষয়ে রামপুরা থানায় একটি মামলা হয়। মামলা তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের আদেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃআসিফ উদ্দিন মিয়ার নির্দেশে পূর্ব রামপুরা কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।
তিনি আরো বলেন,
মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা,পরিচয় সনাক্ত করা ডিএনএ পরীক্ষা করে। এবং মৃতের বুকের ডান পাশের গুলির শনাক্ত করণ করেন।
নিহতে স্ত্রী নাসরিন আক্তার বলেন,
আমার স্বামী পেশাই একজন লন্ডি ব্যবসায়ী।গত ১৯-৭ ২০২৪ দুপুর আড়াইটার দিকে বাসায় ফেরার পথে রামপুরা বনশ্রী এলাকায় গুলি বিদ্ধ হয়ে মারা যান।এবং ময়নাতদন্ত ছাড়াই পূর্ব রামপুরা কবরস্থানে দাফন সম্পন্ন করি।পরে রামপুরা থানা একটি মামলা হলে, ডিএমপি পূর্ব জোনে CID কর্মকর্তারা আমার স্বামীর মরদেহ আজকে কবর থেকে উত্তোলন করে।
তিনি আরো বলে,
আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া পাঙ্গাসি গ্রামের আব্দুল হানিফের সন্তান।বর্তমানে রামপুরা বনশ্রী ব্লক-এ জাকের রোডের ২৫০ নম্বর বাসায় ভাড়া থাকি। আমার স্বামী যখন মারা যায় তখন আমি গর্ভবতী ছিলাম। বর্তমানে আমার ২২ দিনের এক কন্যা ও ১০বছরের এক ছেলে রয়েছে।