রাজধানীর খিলগাঁও পুর্ব নন্দীপাড়া ৯নম্বর রোডে দ্রুতগামী বাসে ধাক্কায় মোঃজাহিদ(২২)শ্রমিকের মৃত্যু।
রবিবার(০৯ ফেব্রুঃ)সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এবং কর্তব্যরত চিকিৎসক সকাল ১১ টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতে সহকর্মী মোঃরিয়াজ বলেন,
সকালে পুর্ব নন্দীপাড়া ৯নম্বর রাস্তায় নির্মাণ কাজ করার সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।