![](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/images-23.jpeg)
ইসরাইলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরাইলে’র ওয়েবসাইট হ্যাক হয়েছে। কে বা কারা এটি হ্যাক করেছে তা এখনো জানা যায়নি। হ্যাকড হওয়ার কিছুক্ষণ পর ফের স্বাভাবিক হয়েছে ওয়েবসাইটটি।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাইটটি হ্যাক করে এর মূল পৃষ্ঠায় ফিলিস্তিনের সমর্থনে একটি লেখা দেখানো হয়েছে। সেখানে লেখা ছিল, ‘আপনি কি সত্যিই মনে করেন যে আপনি ফিলিস্তিনে নিরাপদ? অথবা আপনি কি মনে করেন তারা আপনাকে নিরাপত্তা দিতে পারে?’
এতে আরও লেখা দেখা যায়, ‘আমরা সবখানেই আছি, কিন্তু আপনি আমাদের দেখতে পাচ্ছেন না।’ এরপর লেখা ছিল, ‘#ফ্রিপ্যালেস্টাইন’।
সবশেষে আরবি অক্ষরে ‘আল্লাহু আকবার’ লেখা প্রদর্শন করা হয়।
জর্ডানভিত্তিক গণমাধ্যমে ‘রয়া নিউজ’ জানিয়েছে, বেশ কয়েক মিনিট হ্যাকড ছিল ওয়েবসাইটটি। এরপর স্বাভাবিক হয়।
তবে এই হ্যাকিংয়ের ব্যাপারে টাইমস অব ইসরাইলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ২০১২ সালে চালু হয় টাইমস অফ ইসরাইল। ইংরেজি, হিব্রুসহ বিভিন্ন ভাষায় বিশ্বব্যাপী বেশ পরিচিত গণমাধ্যম এটি। আরবি, ফরাসি এবং ফার্সি ভাষায়ও সংবাদ প্রচার করে গণমাধ্যমটি।