![](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/IMG_20250210_003533.jpg)
নড়াইলের কালিয়ায় বালু ব্যবসায়ীকে মারধর করে ৫ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। ভুক্তভোগী ও স্থানীয়রা সরাসরি দুষছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে।
রোববার (৯ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ৮.৩০ মিনিটে নড়াইলের কালিয়া পৌর ৯ নম্বর ওয়ার্ডের কুলশুর বাজারে ওই ঘটনাটি ঘটে বলে অভিযোগ এসেছে।
ভুক্তভোগী অহিদুল শিকদার জানান, “অভিযুক্ত ওবায়দুল্লাহ শেখ কালিয়া পৌর ৯ নং ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর যুগ্ন আহবায়ক সহ ফেলু শেখ, আলম শেখ, অতর্কিতভাবে আমাকে হামলা করে ৫ লক্ষ ১৪ হাজার টাকা ছিনতাই করে। দেশীয় অস্ত্র নিয়ে তারা আমার শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে।”
ঘটনার বিস্তারিত বর্ণনা করে অহিদুল শিকদার বলেন, “কুলশুর ঘাটে বালুর নৌকা আসায় তার কাছে থাকা নগদ ৩ লক্ষ টাকা নিয়ে পরিশোধ করার জন্য রওনা হয়। যাওয়ার পথে আরও কিছু বাকি টাকা কালেকশন করে মোট ৫ লক্ষ ১৪ হাজার টাকা ছিলো। কুলশুর বাজার নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা এই আক্রমণ করে।এ-সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়।”
ভুক্তভোগী অহিদুল শিকদার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের ঘটনার বিস্তারিত জানান।
রোববার এই প্রতিবেদন লেখা পর্যন্ত উক্ত ঘটনায় কালিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই সাথে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ভুক্তভোগী।