‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় আ’লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মোঃ কুরবান আলী' সিনিয়র রিপোর্টার।
প্রকাশের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:০০ অপরাহ্ণ

মোঃ কুরবান আলী’ সিনিয়র রিপোর্টারঃ নাটোরের সিংড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সাবেক কাউন্সিলরসহ দুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংড়া পৌরসভার ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ (৬২) এবং তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরহাদ প্রামাণিক (২৬)।

এ দুজনসহ সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে ও ২০২৩ সালে দলীয় কর্মসূচি পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন