সিংড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টোর
প্রকাশের সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫ । ৬:৩২ অপরাহ্ণ

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ, প্রধান শিক্ষক ফিরোজ কবির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন