হোমনায় ছয় পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম

হোমনা প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ । ৭:৪৪ অপরাহ্ণ

কুমিল্লার হোমনায় ছয় পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম হয়েছে। এতে গাভী ও বাছুর উভয় সুস্থ রয়েছে। বাছুর টি দাড়িয়ে হাটাচলা ও করতে পারে৷

উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাতকান্দি গ্রামে এক বিরল ঘটনা ঘটেছে। কৃষক মো. আক্তার হোসেন (৫৫) এর গাভী একটি ছয় পা বিশিষ্ট বাছুর জন্ম দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, জন্মের পর থেকেই বাছুরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এমন বিরল দৃশ্য দেখতে প্রতিদিনই আশেপাশের এলাকা সহ দূরদুরান্ত থেকে উৎসুক জনতা বাছুর টিকে দেখতে ভিড় জমাচ্ছেন।

কৃষক আক্তার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে আসছেন। হঠাৎ তার একটি গাভী ছয় পা বিশিষ্ট বাছুর জন্ম দেয়। তিনি আগে কখনো এমন ঘটনা দেখেননি বলে জানান। তিনি আরো বলেন বর্তমানে আমার খামারে ছয়টি গরু রয়েছে। তবে ছয় পা বিশিষ্ট বাছুরটির জন্ম সত্যিই অবাক করার মতো।

স্থানীয়রা বলেন, আমরা আগে চার পা বিশিষ্ট বাছুর দেখেছি। কিন্তু ছয় পা বিশিষ্ট বাছুর এই প্রথম দেখলাম। এটি একটি বিরল ঘটনা।

প্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি জিনগত পরিবর্তন বা জন্মগত বিকৃতির ফল হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাছুরটি সুস্থ ও স্বাভাবিক আচরণ করছে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন