
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় রাঙামাটির দুই উপজেলার দলের ৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
শুক্রবার (৭ মার্চ) রাতে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন:
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফ আলী, সদস্য মো. আইয়ুব আলী, পৌর যুবদল সদস্য প্রকাশ সরকার ও মো. খোরশেদ জজ মিয়া, কাউখালী উপজেলার ঘাঘড়া ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মো. সেলিম মাহমুদ, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন ও উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন মিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঘাইছড়ির বহিষ্কৃতদের বিরুদ্ধে নিজেদের স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এর আগে ১৭ ফেব্রুয়ারি কোনো কারণ ছাড়াই তারা দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্য প্রকাশ্য সংঘবদ্ধ হামলা করে দলের অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করে। ঘটনার সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসাবে তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কাউখালীর সেলিম মাহমুদের আগে থেকেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ থাকায় তার বিরুদ্ধে দুইবার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। আবারও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে কাউখালী উপজেলায় জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতির কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।