এবার সৌদিতে ইউক্রেনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ৩:০২ অপরাহ্ণ

আগামী সপ্তাহে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি আশা করছেন এই আলোচনা অর্থবহ হবে। শুক্রবার তিনি বলেছেন, তার দেশ যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত। তিনি একই সঙ্গে এটি অর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, প্রতিদিন রাশিয়ার নতুন হামলা এবং বাস্তবতা নিজেই প্রমাণ করে যে রাশিয়াকে শান্তির জন্য বাধ্য করা উচিত। জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যেখানে ‌‘দুঃখপ্রকাশ’ এবং ‘কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি’ রয়েছে।

তিনি বলেন, আশা করছি ইউক্রেনীয়দের সঙ্গে সবকিছু আবার সঠিক পথে এসেছে এবং সবকিছু আবার ঠিক হয়েছে। এদিকে যুক্তরাজ্যের কর্মকর্তারা বলেছেন, ২০টির মতো দেশ ইউক্রেনকে সহায়তা করতে ‘কোয়ালিশন অফ উইলিং’-এ যোগ দিতে আগ্রহী। বড় সামরিক ব্যয়ের পরিকল্পনা নিয়ে ইউরোপের নেতারা এই জোট গঠনের কথা বলেছেন।

অপরদিকে ইউক্রেনে এখনও লড়াই অব্যাহত আছে। দোনেৎস্ক অঞ্চলে শুক্রবার রাশিয়ার সৈন্যদের হাতে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে সামরিক সহায়তা স্থগিতের পর ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে। এর ফলে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আহ্বানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ তৈরি হচ্ছে।

এর ফলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রাণহানি বেড়ে যেতে পারে। চলতি সপ্তাহে কিয়েভকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার পরপরই এই স্থগিতাদেশ জারি করা হয়। তবে গোয়েন্দা তথ্য আদান-প্রদান আংশিক নাকি পুরোপুরি স্থগিত করা হয়েছে এবং কতদিন তা বহাল থাকবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমদিকে আলোচনা ভালো ভাবেই চলছিল। কিন্তু পরবর্তীতে তারা দুজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরেই ইউক্রেনের প্রতিনিধি দল নিয়ে হোয়াইট হাউজ ত্যাগ করেন জেলেনস্কি।

এই ঘটনার কয়েকদিন পরেই কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে মঙ্গলবার প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি দীর্ঘস্থায়ী শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের ‌‘শক্তিশালী নেতৃত্বে’ কাজ করতে প্রস্তুত।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন। হোয়াইট হাউজের ‘বাগবিতণ্ডার’ ঘটনাকে দুঃখজনক বলেও অ্যাখ্যা দিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। কারণ ট্রাম্প তখন অভিযোগ করেছিলেন যে আলোচনার টেবিলে বসার জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন না জেলেনস্কি। ইউক্রেনের এই নেতা যুদ্ধ শেষ করার প্রাথমিক কিছু ধাপের কথাও তুলে ধরেন।

দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত বলে উল্লেখ করে ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমরা দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত এবং প্রথম ধাপে যুদ্ধবন্দিদের মুক্তি ও আকাশে যুদ্ধবিরতি- ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ করা এবং সমুদ্রে যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা যেতে পারে যদি রাশিয়াও একই পদক্ষেপ নেয়।

তিনি আরও বলেন, এরপর আমরা দ্রুত পরবর্তী ধাপগুলো শেষ করতে চাই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে কাজ করতে চাই।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন