প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের পদত্যাগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫ । ৩:৪১ অপরাহ্ণ

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) তিনি পদত্যাগপত্র পাঠান প্রধান উপদেষ্টার কাছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আমরা ক্যাবিনেট সচিবের সঙ্গে কথা বলেছি, আমাদের তিনি বলেছেন শুধু পদত্যাগের বিষয়ে। এইটুকু আমরা জানি। পদত্যাগপত্রে আমিনুল ইসলাম কী লিখেছেন এখন পর্যন্ত আমরা জানি না। আমরা শুধু জানি তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারীর মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতার দায়িত্বে ছিলেন।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন