
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ভূমি রেজিষ্ট্রি কাজে নিয়োজিত দলিল লেখকদের সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে সভাপতি পদে মতিয়ার রহমান লাভলু ৩৬ ভোট, সাধারন সম্পাদক পদে মুনসুর রহমান ৩৪ ভোট এবং কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম মল্লিক ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জামাল উদ্দিন ভূইয়া, প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব হাবিবুর রহমান।
নির্বাচন কর্মকর্তা হিসাবে, আলহাজ্ব আলী আলম, আব্দুর রাজ্জাক মন্ডল, আরিফুল ইসলাম সোহেল, শফিকুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম, মাহবুবুর রশীদ শামীম, হাফিজুর রহমান, জাহিদুল হক মুক্তা ১১ জন বিশিষ্ট ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার সহোযোগিতা করেন। এসময় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।