হাসিনার দেশে ফেরা নিয়ে শফিকুল আলমের মন্তব্যে তোলপাড়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ । ১২:২৪ অপরাহ্ণ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নিয়ে ভারতের গণমাধ্যম “টাইমস অব ইন্ডিয়া” সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, আওয়ামী লীগ নেতাদের দাবি অনুযায়ী, শেখ হাসিনা শীঘ্রই আবার বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হতে পারেন। এই খবরের সাথে আরও যুক্ত করা হয়েছে যে, ভারত শেখ হাসিনাকে নিরাপদ স্থান প্রদান করেছে, এবং এর জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।

এ প্রতিবেদনের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ওই পোস্টে একটি মন্তব্য করেছেন, যা ছিল “পাগলের সুখ মনে মনে,” যা প্রতিবেদনটির প্রতি তার তাচ্ছিল্য এবং হাস্যরসের প্রকাশ।

এই পোস্টের পরে, শফিকুল আলমের ফেসবুক কমেন্ট সেকশনে নানা ধরনের হাসি-ঠাট্টা শুরু হয়, যেখানে অনেকেই এই মন্তব্যের প্রেক্ষিতে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেন যে, যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গ্রহণ করবে এবং বিচার কার্যক্রম শুরু হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, শেখ হাসিনা গত বছর ৫ আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়েন এবং ভারতে পালিয়ে যান। তারপর থেকেই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানায়, তবে এখন পর্যন্ত ভারত থেকে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব আসেনি।

তবে, এই জটিল পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ আরও পাঁচজনের বিরুদ্ধে গত ১২ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন