কিউবায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে কোটি মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ । ২:৪৩ অপরাহ্ণ

কিউবায় বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবে গেছে এক কোটির বেশি মানুষ। শুক্রবার (১৪ মার্চ) জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়ায় দেশব্যাপী এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

কিউবার জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাত ৮টা ১৫ মিনিটের দিকে দিয়েজমেরো সাবস্টেশনে একটি ত্রুটির কারণে পশ্চিমাঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়ে।

বিদ্যুৎসেবা ফের চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রাজধানী হাভানায় সিএনএনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তাঘাট ও ভবন সম্পূর্ণ অন্ধকারে ঢাকা পড়েছে। লোকজন বৈদ্যুতিক টর্চ ব্যবহার করে চলাচল করছে।

কিউবায় জরাজীর্ণ অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের কারণে এমন বিদ্যুৎ বিপর্যয় আগেও হয়েছে।

দেশটির কর্মকর্তারা এমন পরিস্থিতির জন্য আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছিলেন।

তবে সমালোচকরা বলছেন, কমিউনিস্ট সরকারের অবকাঠামোয় বিনিয়োগের ঘাটতিও এই পরিস্থিতির জন্য দায়ী।

গত বছরের অক্টোবরেও প্রায় এক সপ্তাহ ধরে কিউবার বেশিরভাগ অংশে বিদ্যুৎ বিভ্রাট ছিল, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকট বলে মনে করা হয়।

তথ্যসূত্র: সিএনএন।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন