
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ এ সিরাজগঞ্জ জেলার ১৫টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ ২ হাজার ১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫২ হাজার ৪৪৫ জন (৬-১১ মাস বয়সী) শিশুরা একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় ৪ লাখ ২২ হাজার ৪৪২ জন (১২-৫৯ মাস বয়সী) শিশু মোট লাখ ৭৪ হাজার ৪৪২ জন শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা হেলথ কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত জেলা সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকরতা মোঃ মনোয়ার হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডা. আকিকুন নাহার,সদর ইউএইচএন্ডএফপিও ডা.শারমিন খন্দকার মুন,সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. মোঃ রিয়াজুল ইসলাম ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুল মোতালেব খান।
সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।