
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা কলেজ মাঠে ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসাইন চৌধুরীর নেতৃত্বে ইফতার এবং ইফতার পরবর্তীতে উচ্ছিষ্ট পরিষ্কার করা হয়। যা রীতিমতো প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।
শনিবার (১৫ মার্চ) ঢাকা কলেজ ছাত্রদল কর্তৃক উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত ছাত্রদলের নিয়মিত নানাবিধ রাজনৈতিক ও জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবেই এই আয়োজন। তবে গতানুগতিক ধারার রাজনৈতিক কর্মসূচি পালন না করে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ইফতার পরবর্তী মাঠ পরিস্কার কর্মসূচি বাস্তবায়ন করে ছাত্রদল।
অনুষ্ঠানে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন চৌধুরী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিশদ আলোচনা করেন। বিএনপি, ছাত্রদল সহ সমমনা সংগঠন গুলোকে নানাবিধ অপবাদ, প্রপাগাণ্ডা এড়িয়ে চলতে গঠনমূলক দিকনির্দেশনা না সাজ্জাদ। সেইসাথে পবিত্র মাহে রমজানে অসহায় ও দুস্থদের মাঝে নিয়মিত বিনামূল্যে ইফতার বিতরণ সহ রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষভাবে আলোকপাত করেন।
এসময় প্রোগ্রামে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও আখতারুজ্জামান ইলিয়াস হল শাখার সদ্য সাবেক সভাপতি এনামুল হক শান্ত, আহবায়ক সদস্য মঞ্জুরুল ইসলাম মেহেদী, সদ্য সাবেক সদস্য ফাহিম মুন্তাছির, আহবায়ক সদস্য মিরাজ হোসেন, আহবায়ক সদস্য ওমর ফারুক, রিয়াদ আব্দুল্লাহ, মাসুদ পারভেজ, মোঃ সাকিব হাসান, সাকিব আল হাসান, আলমাস শেখ, ইভান, জিহাদ, হারুন, রাব্বানী, আল আমিন, রায়হান, মাজহারুল, আজমাইন, আশফাক প্রমুখ।