হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে: জাতীয় দলে অভিষেকের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ । ৫:৩১ অপরাহ্ণ

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। বাংলাদেশে এসে পৌঁছেছেন ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ১৭ মার্চ দুপুরে তিনি ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট ওসমানি বিমানবন্দরে এসে নামেন। সিলেটের হবিগঞ্জের বাহুবল গ্রামে হামজার পৈতৃক নিবাস। সেখানে কদিন কাটাবেন। এরপর ঢাকায় ফিরবেন।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এখন থেকে তিনি বাংলাদেশের জার্সিতে খেলবেন। আগামী ২৫ মার্চ ভারতের মেঘালয়ে এশিয়া কাপ বাছাই ফুটবলে বাংলাদেশের হয়ে তার অভিষেক হবে।

হামজার সফর উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল সিলেট ও হবিগঞ্জে রয়েছে। প্রতিনিধি দলে আছেন ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন ও সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সিলেট বিমানবন্দরে বাফুফের এই কর্তারা হামজাকে ফুল দিয়ে বরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবলে নিজের গ্রামের বাড়িতে রওয়ানা হন তিনি।

এদিকে, হামজার হবিগঞ্জ সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, ছয়জন পুলিশ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন। হামজার পরিবারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

বাহুবল গ্রামে হামজার আগমন উপলক্ষে কয়েকটি তোরণ সাজানো হয়েছে। ওয়েলকাম হোম, লিখে হামজাকে স্বাগত জানান এলাকাবাসী।

এবারের সফরে হামজার সঙ্গে রয়েছেন তার স্ত্রী, মা ও তিন সন্তান। এর আগে, তিনি বাংলাদেশে এলেও এবার তার সফরটা অন্যরকম। এবার থেকে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল মাঠ কাঁপাবেন।

গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকতা শেষে একদিনের মধ্যেই হামজা ঢাকায় ফিরবেন। ১৯ মার্চ জাতীয় দলের ফটোসেশন ও সংবাদ সম্মেলনে আয়োজন করেছে বাফুফে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন