
নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কোর্ট মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা রাকিব বিন আনোয়ার।
উপজেলা সেক্রেটারি শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হযরত মাওলানা হাবিবুর রহমান, হযরত মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা কারী আব্দুল কাদের প্রমুখ।