
আজ (২০ মার্চ ২০২৫) খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের দক্ষিণ বেদকাশী ইউনিয়ন শাখা কর্তৃক ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সম্মানিত জেলা সভাপতি মেধাবী ছাত্রনেতা আবু জার গিফারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা দক্ষিণের অফিস সম্পাদক মো: সাদিক হোসেন, বাংলাদেশ জামায়েেত ইসলামী দক্ষিণ বেদকাশী ইউনিয়ন শাখার সম্মানিত আমীর মাও: মতিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন কয়রা থানা দক্ষিণের সভাপতি আসমাতুল্লাহ আল গালিব সহ থানা দায়িত্বশীল বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি আবু জার গিফারী বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক বদরের প্রেক্ষাপট আমাদের নব-দিগন্তের সূচনা করতে প্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামী ছাত্রশিবির যুগোপযোগী ভূমিকা পালন করবেন।