
বরাবরের ন্যায় এবারও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পটুয়াখালীর দুমকীতে হিলফুল ফুজুল সেবা সংঘের সভাপতি বশীর আহামদ তালুকদার এর আয়োজনে প্রায় ২ হাজার গরীব ও অসহায় পরিবারকে এ সাহায্য প্রদান করা হয়।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তার নিজ বাড়ি, তালুকদার বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব বস্তায় ছিল চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান সহ শাড়ি, লুঙ্গি এবং নগদ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির, বিশিষ্ট সমাজ সেবক জালাল আহমেদ তালুকদার, দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার, দেলোয়ার তালুকদার ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্ধ।