
নাটোরের গুরুদাসপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ এবং মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা, সেই সাথে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ধাপে এই দিবসকে স্মরণ করা হয়েছে।
প্রথম ধাপে সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তপত ধনীর মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাবা ফাহমিদা আফরোজ। এরপর উপজেলার সর্বোস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক শেষে ১ মিনিট নিরবতা পালন করে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
দ্বিতীয় পর্যায়ে এসে কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করা হয়। উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা বেলুন উড়িয়ে সেই সাথে পায়রা অবমুক্ত করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব ফাহমিদা আফরোজ এবং অফিসার্স ইনচার্জ জনাব গোলাম সারোয়ার।
এ সময় গার্ডঅব অনার প্রদান করেন, পুলিশ বাহিনী, ফায়ারসার্ভিস,আনছার বাহিনী এবং ১০ টি স্কুলের স্কাউট দল। সভাপতির বক্তব্যে জনাব ফাহমিদা আফরোজ মহান স্বাধীনতা দিবসে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গঠনমূলক আলোচনা করেন।
সবশেষ বিজয়ী দের মাঝে পরুস্কার বিতরণ করেন এবং প্রতিবন্ধীদের মাঝে হুয়েল চেয়ার বিতরণ করেন।
তৃতীয় পর্যায় বীর মুক্তিযোদ্ধা গণকে ফুলদিয়ে বরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা।মুক্তিযোদ্ধাগনের মধ্যে বক্তব্য রাখেন।