
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম বলেছেন, দেশের জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
২৬ মার্চ বুধবার বিকালে উপজেলার চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি আহসান হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, মনোয়ার হোসেন চৌধুরী বাবু, বিএনপি নেতা সেলিম খান লিটন, মনোয়ার হোসেন শামীম, জাহিদুল হক মুক্তা,যুবদলনেতা শামীম সরকার, আশরাফুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহমেদ প্রমুখ।